সংবাদ শিরোনাম

এনআরসিতে সন্দেহজনক নাম অন্তর্ভুক্তি সম্পর্কে আপত্তি জানাতে পারবেন নাগরিকরাঃ হাজেলা

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ নাগরিক পঞ্জির(এনআরসি)পূর্ণাঙ্গ খসড়ায় প্ৰকৃত ভারতীয় নন এমন কোনও ব্যক্তির নাম উঠা নিয়ে কোনও নাগরিকের সন্দেহ হলে তিনি ওই ব্যক্তির বিরুদ্ধে আপত্তি জানাতে পারবেন। সন্দেহজনক ব্যক্তিটি এনআরসি-র যে সেবাকেন্দ্ৰ থেকে নাম অন্তর্ভুক্তির আবেদন করেছিলেন সংশ্লিষ্ট সেই কেন্দ্ৰেই আপত্তি দাখিল করতে হবে।

নাগরিকত্ব আইনে এজাতীয় ব্যবস্থাই রয়েছে। এজাতীয় ঘটনার ক্ষেত্ৰে শুনানির মাধ্যমেই সত্যটা বেরিয়ে আসবে। এনআরসি-র রাজ্য সমন্বয়ক প্ৰতীক হাজেলা শুক্ৰবার সেন্টিনেলকে বলেন,খসড়ায় কোনও ব্যক্তির নাম না উঠলে তিনি নাম অন্তর্ভুক্তির দাবি নথিভুক্ত করতে পারবেন। এব্যাপারে শুনানির মাধ্যমে সত্য জানা যাবে।