৩১ ডিসেম্বর প্ৰকাশিত এনআরসি-র আংশিক খসড়ায় প্ৰায় ১.৫০ লক্ষ অযোগ্য লোকের নাম ভুলবশত অন্তর্ভুক্ত হয়েছে। ৩০ জুলাই প্ৰকাশেয় চূড়ান্ত খসড়া থেকে এদের নাম ছেঁটে ফেলা হবে। এনআরসি-র সমন্বয়ক প্ৰতীক হাজেলা সুপ্ৰিম কোর্টকে একথা জানিয়েছেন। একটা নির্ভুল এনআরসি প্ৰকাশের কথা দিয়েছিলেন হাজেলা। কিন্তু প্ৰথম খসড়ায় এত ভুল থেকে যাওয়ায় একটা শুদ্ধ এনআরসি প্ৰকাশ নিয়ে সন্দেহ দানা বাঁধছে। হাজেলা বলেন,ভুলগুলি সংশোধনে এনআরসি কর্তৃপক্ষের হাতে পর্যাপ্ত সুযোগ রয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা নির্ভুল এনআরসি প্ৰকাশ করা।