সংবাদ শিরোনাম

এপিএসসি কেলেংকারি,আরও ১৯জন অফিসারকে তলব করল ডিব্ৰুগড় পুলিশ

Sentinel Digital Desk

টাকা দিয়ে চাকরি কেনার এপিএসসি কেলেংকারি সম্পর্কে ডিব্ৰুগড় পুলিশ আরও ১৯জন অফিসারকে ডেকে পাঠিয়েছে। এঁদের আগামি ১৮ জুলাই কাহিলিপাড়ায় পুলিশের স্পেশাল ব্ৰাঞ্চ হেড কোয়ার্টারে রিপোর্ট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন এই অফিসারদের স্বাক্ষরের নমুনা সংগ্ৰহ করা হবে। পুলিশ সূত্ৰ জানাচ্ছে,স্বাক্ষরের-নমুনাগুলি ফরিনসিক ল্যাবরেটরিতে পাঠানো হবে পরীক্ষার জন্য। এই সব অফিসাররা ২০১৪তে এপিএসসি পরীক্ষায় বসেছিলেন এবং ২০১৬তে তাদের নিযুক্তি দেওয়া হয়েছিল। এই সব অফিসারের মধ্যে সাংসদ রামপ্ৰসাদ শর্মার মেয়ের নামও রয়েছে।