সংবাদ শিরোনাম

এলজিবিআই বিমানবন্দর থেকে ৩৯টি সোনার বার বাজেয়াপ্ত,গ্ৰেপ্তার ১

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ সেন্ট্ৰাল ইন্ডাস্ট্ৰিয়াল সিকিউরিটি ফোর্স(সিআইএসএফ)কর্মীরা রবিবার গুয়াহাটির লোকপ্ৰিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত তল্লাশি চালানোর সময় ৩৯টি সোনার বার বাজেয়াপ্ত করে। এই সোনার বারগুলির ওজন ৬.৪৮ কেজি। সোনার বারগুলি একটি ব্যাগের মধ্যে মোড়া ছিল। যে ব্যক্তির কাছ থেকে সোনার বারগুলি বাজেয়াপ্ত করা হয়েছে সেই ব্যক্তিটিকে লালথুমলাংলিয়ানা নামে শনাক্ত করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের সময় সে সিআইএসএফ কর্মকর্তাদের জানিয়েছে আইজলে একজন ব্যক্তি তাকে সোনার বারগুলি দিয়েছিল। ব্যক্তিটি এয়ার ইন্ডিয়ার এ ১৭৩০ বিমানে কলকাতায় যাওয়ার কথা ছিল। বাজেয়াপ্ত সোনার বাজার মূল্য প্ৰায় ২ কোটি টাকা। সিআইএসএফ আরও তদন্তের জন্য বাজেয়াপ্ত সোনা সহ ব্যক্তিটিকে রাজস্ব গোয়েন্দা ডিরেক্টরেটের হাতে তুলে দিয়েছে বলে সূত্ৰটি জানিয়েছে।