সংবাদ শিরোনাম

এসটি বিলের বিরুদ্ধে দিল্লিতে বিক্ষোভ সিসিটিওএ-র

Sentinel Digital Desk

নয়াদিল্লিঃ কেন্দ্ৰীয় সরকার অসমের ছয় জনগোষ্ঠীকে উপজাতির(এসটি)মর্যাদা দেওয়ার যে প্ৰস্তাব রেখেছে তার প্ৰ্তিবাদে কো-অর্ডিনেশন কমিটি অফ দ্য ট্ৰাইবেল অর্গানাইজেশন,অসম(সিসিটিওএ)বুধবার নয়াদিল্লির যন্তরমন্তরে অবস্থান ধর্মঘট পালন করে।

কেন্দ্ৰের ওই প্ৰস্তাবের বিরুদ্ধে প্ৰতিবাদ জানিয়ে কমিটির নেতারা এদিন একটি স্মারকপত্ৰ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি ও স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিঙের হাতে দাখিল করেন। ‘ছয় জনগোষ্ঠীকে উপজাতির মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত অসমের প্ৰকৃত উপজাতি সম্প্ৰদায়ের রাজনৈতিক অধিকার খর্ব করবে’-মোদি ও রাজনাথকে দেওয়া স্মারকপত্ৰে একথা উল্লেখ করেছেন সিসিটিওএ-র সেক্ৰেটারি জেনারেল আদিত্য খাকলারি। স্মারকলিপিতে কমিটির সব নেতারা স্বাক্ষর করেছেন যারা বিভিন্ন সংগঠন ও পর্ষদের প্ৰতিনিধিত্বে রয়েছেন। কমিটি সংসদের পরবর্তী অধিবেশনের আগে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী,রাজ্যের মুখ্যমন্ত্ৰী ও সিসিটিওএ-র মধ্যে অবিলম্বে একটি ত্ৰিপাক্ষিক বৈঠক ডাকার দাবি জানিয়েছে। ‘আমরা ছটি ওবিসি সম্প্ৰদায়কে উপজাতির মর্যাদা দেওয়ার পরিবর্তে তাদের নিজস্ব সংরক্ষণ ব্যবস্থার মধ্যে সরকারকে যথোচিত ও পর্যাপ্ত সমর্থন দেওয়ার দাবি জানিয়েছি’-বলেন আবসু সভাপতি প্ৰমোদ বোড়ো।

রাজ্যের ছয় জনগোষ্ঠীকে উপজাতির মর্যাদা দেওয়া নিয়ে কেন্দ্ৰীয় সরকারের প্ৰস্তাবের পরিপ্ৰেক্ষিতে রাজ্যে বর্তমানে থাকা উপজাতিদের স্বার্থ বিঘ্নিত না করে এব্যাপারে এগনোর পন্থা পদ্ধতি ঠিক করতে দিশপুরে গ্ৰুপ অফ মিনিস্টারের(জিওএম)প্ৰথম বৈঠক ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে। এরই পরিপ্ৰেক্ষিতে সিসিটিওএ-এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।