সংবাদ শিরোনাম

কর্মীদের বেতন সমস্যা নিয়ে অসঙ্গতি দূর করল দিশপুর

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ সপ্তম বেতন কমিশনের সুপারিশে অসঙ্গতির জন্য সেগুলি সংশোধনের দাবি উঠেছিল। এরই প্ৰেক্ষিতে গঠিত অ্যানোমেলিজ কমিটির কিছু সুপারিশ সরকার মেনে নেওয়ায় কর্মচারিদের হাউস রেন্ট ও প্ৰাথমিক শিক্ষকদের গ্ৰেডপে জটিলতা মিটল। একথা জানান অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা।