বেঙ্গালুরুঃ তামিল অভিনেতা থেকে রাজনীতিতে আসা কামাল হাসান সোমবার কর্নাটকের মুখ্যমন্ত্ৰী এইচডি কুমারস্বামীর সঙ্গে দেখা করে তামিলনাডুর সঙ্গে কাবেরীর জলের শেয়ার নিয়ে আলোচনা করেন। কুমারস্বামী এখানে সাংবাদিকদের বলেন,পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ইস্যুটির সমাধান করা হবে।