গুয়াহাটিঃ রেলওয়ে সুরক্ষা বাহিনীর(আরপিএফ)মতে, গুয়াহাটি রেল স্টেশনে গত কয়েক বছর ধরে যাত্ৰীদের জিনিসপত্ৰ চুরি ও ছিনতাইয়ের ঘটনা ক্ৰমেই বেড়ে চলেছে। এব্যাপারে উদ্বেগ প্ৰকাশ করে আরপিএফ উল্লেখ করেছে চোরেরা কামাখ্যা স্টেশনে ট্ৰেনে ওঠে যাত্ৰীদের সামগ্ৰী তুলে নেওয়ার জন্য ওত পেতে থাকে। সু্যোগ বুঝে বিভিন্ন যাত্ৰীর জিনিস নিয়ে তারা গুয়াহাটি স্টেশনে ট্ৰেন ঢোকার আগেই গাড়ি থেকে লাফিয়ে চম্পট দেয়। কামাখ্যা থেকে গুয়াহাটি স্টেশন পর্যন্ত অধিকাংশ ট্ৰেনের গতিবেগ কম থাকায় চোর,ছিনতাইবাজরা এই সংক্ষিপ্ত ট্ৰ্যাককেই তাদের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে। আরপিএফ চলতি বছরে গুয়াহাটি রেল স্টেশন থেকে ৪৭টি চোরকে ধরতে সফল হয়েছে।