সংবাদ শিরোনাম

কামাখ্যা দর্শনে আজ গুয়াহাটি আসছেন ভারতের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ ভারতের মুখ্য বিচারপতি(সিজেআই)রঞ্জন গগৈ আজ দুপুর ১টা নাগাদ গুয়াহাটি এসে পৌঁছবেন। মা কামাখ্যা মন্দির দর্শনের জন্যই আসছেন তিনি। সুপ্ৰিমকোর্টের প্ৰধান বিচারপতি গগৈ তাঁর সফরকালে রাজ্য সরকারের তরফে কোনও রকম আতিথেয়তা গ্ৰহণ করতে অস্বীকার করেছেন। তবে তাঁর নিরাপত্তার জন্য কেন্দ্ৰীয় সশস্ত্ৰ বাহিনী ও সেনা মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে।