সংবাদ শিরোনাম

কার্বি আংলং ও ডিমা হাসাওয়ের মানুষ বোড়োদের এসটি(এইচ)মর্যাদা দেওয়ার বিরোধীঃ সুম রংহা

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ রাজ্যপাহাড় এলাকা উন্নয়ন দপ্তরের মন্ত্ৰী সুম রংহাং বলেছেন,কার্বি আংলং ও ডিমা হাসাওয়ের মানুষ বোড়োদের তফশিলি জাতির(পাহাড়ি)মর্যাদা দেওয়ার বিরোধিতা করেছেন,কার্বি ও ডিমাসাদের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য।

রংহাং দ্য সেন্টিনেলকে বলেন,‘কার্বি আংলংডিমা হাসাও জেলায় কমপক্ষেও ২৯টি উপজাতি গোষ্ঠী রয়েছে। তাই বোড়োদের যদি এই দুই পাহাড়ি জেলায় উপজাতির(পাহাড়ি)মর্যাদা দেওয়া হয় তাহলে ওই ২৯টি উপজাতি জনগোষ্ঠীর রাজনৈতিক অধিকার মার খাবে। পাহাড়ি জেলায় বোড়োদের যদি নির্বাচনে লড়তে দেওয়া হয় তাহলে কার্বি ও অকার্বিদের মধ্যে ফাটল ধরবে। ‘এই দুই জেলায় পাঁচটি বিধানসভা কেন্দ্ৰ এবং একটি সংসদীয় কেন্দ্ৰ রয়েছে। আমরা চাই এই সবকটি আসন স্থানীয় উপজাতিদের দখলে থাকুক।

রংহাং আরও বলেন,হ্যাঁ,বিটিসি চুক্তি যখন স্বাক্ষরিত হয়েছিল তখন কার্বি আংলং ও ডিমা হাসাওয়ে বসবাসকারী বোড়োদের তফশিলি উপজাতি(পাহাড়)মর্যাদা দেওয়ার একটি শর্ত রাখা হয়েছিল। বিটিসি চুক্তির ওই শর্ত রূপায়ণ করা হলে কার্বি আংলং ও ডিমা হাসাওয়ে বসবাসকারী পাহাড়ি(উপজাতিদের)অধিকার খর্ব হবে এবং তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়বে।