সংবাদ শিরোনাম

কৃষি উন্নয়ন আধিকারিক নিয়োগে বিতর্ক,১৯ জনকে শুক্ৰবার তলব করলেন তদন্তকারী অফিসাররা

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ এপিএসসি কেলেংকারি নিয়ে ভাঙাগড় থানায় নথিভুক্ত মামলা নং ১৫৯/১৭ সংক্ৰান্তে ১৯জন কৃষি উন্নয়ন অফিসারকে(এডিও)শুক্ৰবার তদন্তকারী অফিসারদের কাছে হাজির হতে ডেকে পাঠানো হয়েছে।

এরআগে তদন্তকারী অফিসাররা ৮ কৃষি অফিসারকে জেরা করেছিলেন। ফরেনসিক রিপোর্টে উল্লেখ করা হয়েছিল ২৭ জন কৃষি অফিসারের উত্তরপত্ৰ পাল্টানো ও নম্বর বাড়ানোর অভিযোগ রয়েছে। এঁরা ২০১৪তে এপিএসসির পরিচালিত লিখিত পরীক্ষায় বসেছিলেন এবং মৌখিক পরীক্ষা হয়েছিল ২০১৫তে।

পরীক্ষায় বসা বেদান্ত বিকাশ দাস নামের একজন প্ৰার্থী ভাঙাগড় থানায় দাখিল করা এফআইআরে অভিযোগ করেছেন এডিও পদের জন্য তার কাছে ১৫ লাখ টাকা ঘুষ চাওয়া হয়েছিল। এপিএসসি-র প্ৰাক্তন চেয়ারম্যান রাকেশ পাল ও ভূমি সংরক্ষণ বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার মফিদুল ইসলামের বিরুদ্ধে এফআইআরে ওই অভিযোগ করেছেন তিনি।