সংবাদ শিরোনাম

গুয়াহাটি থেকে পাটনা,হায়দরাবাদ ও গ্যাংটকের মধ্যে সরকারি বিমান সেবা চালু করছে স্পাইস জেট

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ আঞ্চলিক রুটগুলিতে বিমান যোগাযোগ ব্যবস্থা চাঙ্গা করে তোলার লক্ষ্যে স্পাইস জেট বৃহস্পতিবার ঘোষণা করেছে যে তারা গুয়াহাটি থেকে গ্যাংটকের পাকইয়ং,পাটনা এবং হায়দরাবাদ পর্যন্ত তিনটি সরাসরি বিমান চালু করছে। স্পাইস জেট গুয়াহাটি-পাটনা-গুয়াহাটি রুট এবং গুয়াহাটি-হায়দরাবাদ গুয়াহাটি রুটে প্ৰতিদিন সরাসরি বিমান সেবা চালু করছে ১০ অক্টোবর থেকে। গুয়াহাটি-পাকইয়ং-গুয়াহাটি রুটে স্পাইস জেটের প্ৰতিদিন সরাসরি বিমান উড়ান কার্যকর হচ্ছে ১৬ অক্টোবর থেকে। বৃহস্পতিবার জনতা ভবনের কনফারেন্স হলে আয়োজিত এক বৈঠকে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের উপস্থিতিতে এই নতুন বিমান সেবার কথা ঘোষণা করা হয়। সভায় স্পাইস জেটের চিফ মার্কেটিং অফিসার দেবোজো মহর্ষি নতুন বিমান সেবার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে প্ৰথম টিকিট ও বোর্ডিং পাস মুখ্যমন্ত্ৰীর হাতে তুলে দেন।

স্পাইস জেটের এই উদ্যোগের তারিফ করে সোনোয়াল এটাকে রাজ্যের জন্য একটা সুবর্ণ সু্যোগ বলে অভিহিত করেন। তিনি বলেন,এই নতুন বিমানসেবা শুধু ব্যবসা,শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্ৰেরই বিকাশ সাধন করবে এমন নয়,অন্যান্য রাজ্য থেকে পর্যটকদের অসমে আসারও পথ খুলে দেবে।