সংবাদ শিরোনাম

গুয়াহাটি থেকে ১ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে উড়ান দিচ্ছে ড্ৰুকেয়ার বিমান

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ রাজ্যের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল বলেছেন,ড্ৰুকেয়ার নতুন আন্তর্জাতিক বিমান চালু করার সঙ্গে সঙ্গে ভারত-ভুটানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও চাঙ্গা হয়ে উঠবে। রয়েল ভুটান এয়ারলাইন্স ড্ৰুকেয়ার সিঙ্গাপুরের সঙ্গে গুয়াহাটির সংযোগ গড়ে তুলবে। বৃহস্পতিবার গুয়াহাটির হোটেল বিভান্তা বাই তাজে এই নতুন আন্তর্জাতিক বিমান চালু করা নিয়ে এক অনুষ্ঠানে কথাগুলি বলেন মুখ্যমন্ত্ৰী।

আগামিকাল অর্থাৎ ১ সেপ্টেম্বর গুয়াহাটির লোকপ্ৰিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড়ান দেবে নতুন বিমানটি। মুখ্যমন্ত্ৰী তাঁর ভাষণে এই উদ্যোগকে ঐতিহাসিক বলে বর্ণনা করে ভুটানের রয়েল সরকারের উচ্ছ্বসিত প্ৰশংসা করেন। বিমানটি সিঙ্গাপুরের সঙ্গে গুয়াহাটির সরাসরি সংযোগ গড়ে তুলবে। তিনি বলেন,এই উদ্যোগ শুটু ব্যবসা বাণিজ্যের পথই খুলে দেবে না,ভুটান,অসম ও সিঙ্গাপুরের মানুষের মধ্যে যোগসূত্ৰও গড়ে তুলবে। তাছাড়া সামাজিক,সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্ধনও সুদৃঢ় করবে অঞ্চলগুলির মধ্যে-বলেন সোনোয়াল।