সংবাদ শিরোনাম

গুয়াহাটি রেলওয়ে স্টেশন দেশের পরিচ্ছন্ন রেলস্টেশনগুলির মধ্যে অন্যতম

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ গুয়াহাটি রেলওয়ে স্টেশন এখন দেশের মধ্যে একটা পরিচ্ছন্ন রেল স্টেশনের তকমা পেয়েছে। স্টেশনের পরিচ্ছন্নতা সম্পর্কে তৃতীয় পক্ষের চালানো এক সমীক্ষায় এই তথ্য উঠে আসে। রেলমন্ত্ৰী পীযূষ গোয়েল সোমবার নতুন দিল্লিতে এই তথ্য প্ৰকাশ করেন। তিনি বলেন,পরিচ্ছন্নতার দিক থেকে সারা দেশের মধ্যে গুয়াহাটি রেল স্টেশন ২১তম স্থানে রয়েছে। স্বশাসিত সংস্থা কোয়ালিটি কাউন্সিল অব ইন্ডিয়া(কিউসিআই)ওই সমীক্ষাটি চালায়। সমীক্ষায় গুয়াহাটি রেলস্টেশন ১০০-এর মধ্যে ৮৬৩.৮৬ নম্বর পেয়েছে।

সারা ভারত ক্যাটেগরিতে যোধপুর ও জয়পুর রেলস্টেশন প্ৰথম ও দ্বিতীয় স্থানের স্বীকৃতি অর্জনে সক্ষম হয়। এই দুটি রেলস্টেশনের নম্বর হচ্ছে ক্ৰমে ৯৭৭.৯২ এবং ৯৭২.৩০। স্টেশনের পার্কিপ্লেস,প্ৰধান প্ৰবেশ এলাকা,মূল প্ল্যাটফর্ম,বিশ্ৰামকক্ষ,যাত্ৰী সাধারণের সু্যোগ সুবিধা ও পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় সমীক্ষায়। ‘এ’ ক্যাটেগরির স্টেশনের তালিকায় বঙাইগাঁও ৮৪ নম্বর স্থানে,বরপেটা রোড ১১৫,রঙিয়া জংশন ১২০,যোরহাট টাউন ২১৬,শিলচর ২৫৬,লামডিং ২৫৯,ডিমাপুর ২৬৬,তিনসুকিয়া ২৯৫ এবং ডিব্ৰুগড় টাউন ৩০৫ নম্বর স্থান পেয়েছে।

রেলওয়ে জোনগুলির মধ্যে উত্তরপূর্ব সীমান্ত রেল(এনএফআর)এর স্থান হল ১০।