গুয়াহাটিঃ টাটা ট্ৰাস্টের চেয়ারম্যান প্ৰখ্যাত শিল্পপতি রতন টাটা রবিবার সন্ধ্যায় মহানগরের একটি অভিজাত হোটেলে নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেড-এর উদ্বোধন করলেন। এটি হবে উত্তর পূর্বের প্ৰথম ক্ষুদ্ৰ ব্যাংক। অনুষ্ঠানে রতন টাটা বলেন,ক্ষুদ্ৰ উদ্যোগী ও ব্যবসায়ীদের ঋণ পাওয়ার ক্ষেত্ৰে যথেষ্ট অসুবিধার মুখে পড়তে হয়। এ ধরনের উদ্যোগীদের সাহায্যে এই ব্যাংক একটা বড় পদক্ষেপ বলে তিনি মন্তব্য করেন। মাইক্ৰো ফাইন্যান্স সংস্থা থেকে পরিবর্তিত হয়ে উত্তর পূর্বাঞ্চলে ক্ষুদ্ৰ ব্যাংক হিসেবে কাজ করবে এটি।