গুয়াহাটিঃ গুয়াহাটির কাহিলিপাড়ায় চতুর্থ এপিবিএন-এর সুইপার কলোনিতে মঙ্গলবার সন্ধ্যায় আগুন লেগে প্ৰায় ৪০টি কুড়ে ঘর পুড়ে যায়। প্ৰাথমিক রিপোর্ট অনুযায়ী আতশবাজি থেকেই এই আগুন লাগে। দমকল ইঞ্জিন ছুটে এসে বেশকিছুক্ষণ লড়াই করে আগুন নেভায়।
গুয়াহাটিঃ গুয়াহাটির কাহিলিপাড়ায় চতুর্থ এপিবিএন-এর সুইপার কলোনিতে মঙ্গলবার সন্ধ্যায় আগুন লেগে প্ৰায় ৪০টি কুড়ে ঘর পুড়ে যায়। প্ৰাথমিক রিপোর্ট অনুযায়ী আতশবাজি থেকেই এই আগুন লাগে। দমকল ইঞ্জিন ছুটে এসে বেশকিছুক্ষণ লড়াই করে আগুন নেভায়।