সংবাদ শিরোনাম

গুয়াহাটির বিভিন্ন বিহু সম্মিলনীর প্ৰস্তুতি চূড়ান্ত পর্যায়ে

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ বছর ঘুরে আবার এলো রঙালি বিহু। লোকসভা নির্বাচন চলার মধ্যেই এবার রঙালি বিহু পালন করতে চলেছে অসম। বলতে গেলে গোটা রাজ্যই এখন বিহু জ্বরে আক্ৰান্ত। আশা,আনন্দ,উচ্ছ্বাস,উদ্যামতায় ভরা আদরের বিহুকে স্বাগত জানাতে সব বিহু সম্মিলনী এখন ব্যস্ত। রাতদিন এক করে চলছে বিহুর প্ৰস্তুতি। গুয়াহাটির বিভিন্ন বিহু সম্মিলনী মঞ্চ সাজার কাজ প্ৰায় গুটিয়ে এনেছে।

গুয়াহাটি বিহু সম্মিলনী এবার ৬৮তম রঙালি বিহু উৎসব পালন করছে,যা শুরু হচ্ছে ১৪ এপ্ৰিল,চলবে চারদিন। তাদের বাজেট এবার ২৫ লক্ষ টাকা। পশ্চিম গুয়াহাটি বিহু সম্মিলনীর রঙালি বিহু উৎসব শুরু হচ্ছে ১৪ এপ্ৰিল। ৫৬তম এই উৎসব তারা চারদিন ব্যাপী পালন করবে। তাদের আনুমানিক বাজেট ২১ লক্ষ টাকা।

পান্ডু বিহু সম্মিলনী মালিগাঁও-এবার ৫৮তম রঙালি বিহু উদযাপন করতে চলেছে। তাদের বিহু উৎসব ১৪-এপ্ৰিল শুরু হয়ে চলবে চারদিন। উৎসবের জন্য তাদের আনুমানিক বাজেট হচ্ছে ২০ লক্ষ টাকা।

সম্মিলনীগুলি বিহু কোঁয়রী,বিহু রানি,বিহু হুচরি,বিহু সম্ৰাজ্ঞী এবং দিহা নাম সহ বিভিন্ন প্ৰতি্যোগিতার আয়োজন করেছে।

পুব গুয়াহাটি বিহু সম্মিলনী এবার ৫৮তম রঙালি বিহু পালনের আয়োজন করেছে। ১৪ এপ্ৰিল তাদের উৎসব শুরু হচ্ছে,চলবে চারদিনের কর্মসূচিতে। আনুমানিক বাজেট ধার্য হয়েছে ৩০ লক্ষ টাকা।

ওদিকে নুনমাটি বিহু সম্মিলনী এবার ৫৬তম রঙালি বিহু পালনের প্ৰস্তুতি নিয়েছে। ১৪ এপ্ৰিল থেকে চারদিন চলবে তাদের রঙালি বিহু উৎসব। আনুমানিক বাজেট ১৮ থেকে ২২ লক্ষ টাকা।

উলুবাড়ি রঙালি বিহু সম্মিলনী তাদের ৫৪তম উৎসব পালন করছে ১৪ এপ্ৰিল থেকে। চলবে তিন দিন। তাদের বাজেট আনুমানিক ২৫ ’লক্ষ টাকা ধার্য হয়েছে।