গুয়াহাটিঃ অন্ধ্ৰপ্ৰদেশ এবং অন্যান্য রাজ্য থেকে মাছ আমদানি ও বিক্ৰির ওপর রাজ্য সরকার ১০ দিনের নিষেধাজ্ঞা চাপানোয় গুয়াহাটির মাছ বাজারগুলি ফাঁকা হয়ে পড়েছে। বাইরে থেকে আসা মাছে ফরমালিন পাওয়ার পরই রাজ্য সরকার ওই নিষেধাজ্ঞা চাপায়। বলা হয়েছিল ১০ দিন পর ওই মাছ ফের পরীক্ষা করার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে ১০ দিনের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে। খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মীরা শনিবার বেতকুচির মাছ বাজার পরিদর্শনে গিয়ে বাইরের মাছ দেখতে না পাওয়ায় পরীক্ষা না করে ফিরে আসেন।