সংবাদ শিরোনাম

গোয়ার মুখ্যমন্ত্ৰী মনোহর পরিকরের জীবনাবসান

Sentinel Digital Desk

পানাজিঃ গোয়ার মুখ্যমন্ত্ৰী মনোহর পরিকর রবিবার সন্ধ্যায় এখানে মারা গেছেন। গত কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক হয়ে পড়েছিল। গত বছর ফেব্ৰুয়ারিতে তাঁর প্যানক্ৰেটিক ক্যান্সার ধরা পড়ে। রোগ অ্যাডভান্সড পর্যায়ে চলে গিয়েছিল। সেই থেকে চিকিৎসার জন্য তাঁকে গোয়া,মুম্বই,দিল্লি এমনকি নিউইয়র্ক পর্যন্ত ছুটে যেতে হয়েছে। রবিবার তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হয়ে পড়ে। মুখ্যমন্ত্ৰীর কার্যালয় থেকে টুইট করে একথা জানানো হয়েছে। ডাক্তাররা অনেক চেষ্টা করেও শেষরক্ষা করতে পারেননি।

পরিকরের মৃত্যুর খবরে রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ গভীর দুঃখ প্ৰকাশ করেছেন। গোয়া এবং দেশের মানুষের মধ্যে সংহতি বজায় রাখতে তাঁর অসামান্য সেবার কথা কখনো ভোলা যাবে না-এক টুইটে উল্লেখ করেছেন রাষ্ট্ৰপতি।

দল মত নির্বিশেষে অন্যান্য নেতারাও তাঁর মৃত্যুতে গভীর শোক প্ৰকাশ করেছেন। ‘মনোহর পরিকর আর নেই। তিনি ছিলেন একজন সৎ,একনিষ্ঠ ও সংবেদনশীল রাজনৈতিক নেতা। অত্যন্ত সাদাসিধে জীবন কাটিয়েছেন তিনি। আমি পরিকরের কাছ থেকে অনেক কিছুই শিখেছি। প্ৰতিরক্ষা মন্ত্ৰী থাকাকালে সশস্ত্ৰ বাহিনীর আধুনিকীকরণে তাঁর অবদানের কোনও জুড়ি নেই’-এক টুইটে এই মন্তব্য করেছেন প্ৰতিরক্ষা মন্ত্ৰী নির্মলা সীতারমন। তাঁর প্ৰয়াণে শোক প্ৰকাশ করেছেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি,স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং,কেন্দ্ৰীয় মন্ত্ৰী সুরেশ প্ৰভু,কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধী সহ অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব।

কংগ্ৰেসের সাধারণ সম্পাদক প্ৰিয়ংকা গান্ধী ভদ্ৰা এক টুইটে প্ৰয়াত নেতার পরিবারের প্ৰতি শোক ব্যক্ত করে বলেন ‘বছর দুই আগে হাসপাতালে আমার মা(সোনিয়া গান্ধী)চিকিৎসাধীন থাকাকালে তিনি দেখতে এসেছিলেন। তখনই তাঁর সঙ্গে আমার পরিচয় হয়। প্ৰিয়ংকা পারিকরের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন। তাঁর মৃত্যুতে গোয়ায় সাতদিন শোক পালিত হবে। কেন্দ্ৰীয় সরকারও একদিন রাষ্ট্ৰীয় শোক ঘোষণা করেছে। আজ বিকেলে তার অন্ত্যেষ্টি সম্পন্ন করা হবে পূর্ণ রাষ্ট্ৰীয় মর্যাদায়। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি,স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং এবং অন্যান্য কয়েকজন নেতা আজ গোয়ায় উড়ে যাওয়ার কথা আছে।