সংবাদ শিরোনাম

ঘূর্ণিঝড় ‘ফেনি’ উত্তরপূর্বে আঘাত হানতে পারে

Sentinel Digital Desk

নয়াদিল্লিঃ বিধ্বংসী ঘূর্ণি ঝড় ‘ফেনি’ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে আঘাত হানতে পারে। ভারতীয় আবহাওয়া দপ্তর(আইএমডি)সোমবার এই সতর্ক সঙ্কেত জারি করেছে। রাষ্ট্ৰীয় সংকট ব্যবস্থাপনা কমিটি(এনসিএমসি)এখানে ক্যাবিনেট সচিবের পৌরোহিত্যে অনুষ্ঠিত এক বৈঠকে ঘূর্ণিঝড় ফেনির তাণ্ডবে কী ধরনের পরিস্থিতির উদ্ভব হতে পারে তা খতিয়ে দেখে।

ফেনি ধেয়ে এলে কী ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে স্বয়ং প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি ব্যক্তিগতভাবে তা তদারক করছেন। সোমবার সকালে চেন্নাই থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ পূর্বে ঘূর্ণিঝড় ফেনির সূত্ৰপাত হয়েছে। ৩০ এপ্ৰিলের মধ্যে এই ঝড় ভয়ঙ্কর রূপ নিতে পারে। এই ঝড় প্ৰথমে দক্ষিণ পশ্চিম দিকে ধেয়ে যেতে পারে এবং পরে গতি পাল্টে উত্তরপূর্বে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

প্ৰধানমন্ত্ৰী মোদি স্বয়ং পরিস্থিতির প্ৰতি নজর রাখছেন। পরিস্থিতি খতিতে দেখার জন্য ক্যাবিনেট সচিবের পৌরোহিত্যে রাষ্ট্ৰীয় সংকট ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় তাঁরই নির্দেশে। পরিস্থিতির মোকাবিলায় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি,কেন্দ্ৰীয় মন্ত্ৰী ও সংশ্লিষ্ট এজেন্সিগুলিকে সতর্ক ও প্ৰস্তুত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।

এনসিএমসি-র বৈঠকে সংশ্লিষ্ট সব রাজ্যের আধিকারিকরা ঘূর্ণিঝড়ের ফলে উদ্ভূত যেকোনও পরিস্থিতির মোকাবিলায় তারা প্ৰস্তুত থাকার বিষয়ে নিশ্চিত করেছেন। রাজ্য সরকারগুলিকে এই বলেও সতর্ক করে দেওয়া হয়েছে যে তাদের মৎস্যজীবীরা যেন এই সময়ে সমুদ্ৰে মাছ ধরতে না যান।