সংবাদ শিরোনাম

চাকা বনধে পঙ্গু গুয়াহাটির স্বাভাবিক জনজীবন

Sentinel Digital Desk

সারা ভারত মোটর পরিবহণ কংগ্ৰেসের(এআইএমটিসি)বৃহস্পতিবার রাত থেকে ডাকা দেশব্যাপী অনির্দিষ্টকালের চাকা বনধে গুয়াহাটির স্বাভাবিক জীবন আংশিকভাবে পঙ্গু হয়ে পড়ে। ডিজেলের মূল্যবৃদ্ধির প্ৰতিবাদে গত কয়েকমাস ধরে আওয়াজ ওঠাচ্ছে সংস্থাটি। ডিজেলের মূল্য হ্ৰাসের দাবি কর্তৃপক্ষ অগ্ৰাহ্য করার প্ৰতিবাদেই এই চাকা বনধ ডাকে এআইএমটিসি। এএসটিসি –র কিছু বাস চললেও বেসরকারি বাস পথে নামেনি। টাটা মেজিক,টেকার ও শহরের পথে দেখা যাচ্ছে না। ফলে অফিস যাত্ৰীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।