সংবাদ শিরোনাম

জোর করে নাগরিক বিল পাস করলে পরিণতি ভয়ংকর হবে,কেন্দ্ৰকে সতর্ক করলো আসু,নেসো

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)এবং উত্তর পূর্ব ছাত্ৰ সংগঠন(নেসো)কেন্দ্ৰীয় সরকারকে রীতিমতো সতর্ক করে দিয়ে বলেছে,জোর করে নাগরিকত্ব সংশোধনী বিল পাস করিয়ে উত্তর পূর্বাঞ্চলের ভূমিপুত্ৰদের দেশ থেকে বিচ্ছিন্ন হতে বাধ্য করানোর মতো ভুল করে না বসে তারা। নাগরিকত্ব সংশোধনী বিল ঘিরে উত্তর পূর্বাঞ্চল জুড়ে এক অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিল যাতে রাজ্যসভায় পাস না হয় তারজন্য একটা কৌশল উদ্ভাবনের লক্ষ্যে উভয় ছাত্ৰ সংগঠন এবং উত্তর পূর্বাঞ্চলের রাজনৈতিক দলের নেতারা বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন। এব্যাপারে অনুষ্ঠিত এক বৈঠকে বিতর্কিত বিলের বিরুদ্ধে উত্তর পূর্বাঞ্চলের হয়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য মেঘালয়ের মুখ্যমন্ত্ৰী কনরাড কে সাংমার প্ৰতি আবেদন জানানো হয়।

দ্য সেন্টিনেল-এর সঙ্গে কথা বলতে গিয়ে আসুর সভাপতি দীপাঙ্ক কুমার নাথ বলেন,‘আমরা কেন্দ্ৰীয় সরকারকে এই বলে সতর্ক করে দিয়েছি যে জোর করে নাগরিকত্ব সংশোধনী বিল পাস করিয়ে উত্তর পূর্বাঞ্চলের ভূমিপুত্ৰদের ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার মতো ভুল যেন তারা না করে’।

এদিকে আসু ও নেসোর নেতারা মঙ্গলবার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে ভোটাভুটির মাধ্যমে নাগরিকত্ব বিল খারিজ করার জন্য তাদের প্ৰতি আবেদন জানান।

উত্তর পূর্বাঞ্চলের স্বার্থের প্ৰতি তাঁর দলের সমর্থনের কথা ব্যক্ত করে অকালি দল নেতা নরেশ গুজরাল বলেন,‘উত্তর পূর্বাঞ্চলের মানুষের প্ৰতি আমাদের যথেষ্ট নরম মনোভাব রয়েছে। আমরা বিলের বিরুদ্ধে লড়বো,যাতে করে উত্তর পূর্বাঞ্চলের মানুষের স্বার্থ সুরক্ষিত হয়’।

এই অঞ্চলের ছাত্ৰ নেতারা এদিন কেসি ত্যাগী সহ জনতা দল(ইউ)নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন। আসু এবং নেসো নেতারা বিভিন্ন রাজনৈতিক দলকে এটা বোঝানোর চেষ্টা করছেন,বিদেশি সমস্যা শুধু অসম উত্তর পূর্বাঞ্চলের নয়,এর প্ৰভাব সারা দেশেই পড়বে। ছাত্ৰ নেতারা বলেন,যে টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে,তাতে সব রাজনৈতিক দলকেই ওই বিলের বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে লড়াইয়ে নামা জরুরি।