গুয়াহাটির অদূরে জোরাবাটে কৃত্ৰিম বন্যা এলাকাবাসীর দুর্ভোগের কারণ হয়ে পড়েছে। সোমবারের বৃষ্টিতে ওই এলাকার পথটি ডুবে যায়। ৩৭ নং জাতীয় সড়কটি চারলেনযুক্ত হাইওয়েতে রূপান্তরের পর থেকে পরিস্থিতি খারাপের দিকে মোড় নেয়। সড়ক উন্নীতকরণে এনএইচএআই-র অবহেলা ও অবৈজ্ঞানিক পদ্ধতিই কৃত্ৰিম বন্যার মূল কারণ বলে অভিযোগ উঠেছে। কামরূপের(মেট্ৰো)জেলাশাসক ৬ জুলাই এনএইচএআই-র কর্মকর্তা ও সোনাপুরের সার্কল অফিসারকে সঙ্গে নিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। এলাকায় ড্ৰেনের কাজ দ্ৰুত করার জন্য এনএইচএআইকে নির্দেশ দেন ডিসি।