সংবাদ শিরোনাম

টাকার মূল্য আরও পড়লো

Sentinel Digital Desk

মুম্বইঃ ভারতীয় টাকার মূল্য অবনমনের ধারা অব্যাহত রয়েছে। সোমবার টাকার মূল্য আরও তলানিতে নেমে দাঁড়ায় ৭২.৬৭। এর আগে প্ৰতি মার্কিন ডলারে টাকার মূল্য পড়ে দাঁড়িয়েছিল ৭১.৭৩। সোমবার রাত প্ৰায় ১২.৩০-এ টাকার মূল্য আরও পড়ে গিয়ে ৭২.৬৭ তে দাঁড়ায়।