সংবাদ শিরোনাম

ড. লক্ষহীরা দাস পাচ্ছেন ভূপেন হাজরিকা পুরস্কার

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ বেলতলা বহাগী উৎসব প্ৰতি বছরের মতো এবারও আগামি ২৬ এপ্ৰিল ড. ভূপেন হাজরিকা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করছে। উৎসব কমিটির তরফে শুক্ৰবার এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয় এবছর বিশিষ্ট শিক্ষাবিদ,লেখিকা,গীতিকার এবং কম্পোজার ড. লক্ষহীরা দাসকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কার হিসেবে থাকছে নগদ ২ লক্ষ টাকা,স্মারক ও শংসাপত্ৰ।

বেলতলা বিদ্যালয়ের মাঠে ২৪-২৬ এপ্ৰিল তিনদিনের কর্মসুচিতে উৎসব শুরু হচ্ছে। উৎসবের প্ৰথম দিন পতাকা উত্তোলন করা হবে। এরপর শহিদ ও ক্ৰীড়া ব্যক্তিত্বের প্ৰতি শ্ৰদ্ধা জানানো হবে প্ৰদীপ জ্বালিয়ে। সন্ধ্যায় আয়োজন করা হবে হুচরি ও পাটমাদই প্ৰতিযোগিতা। সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে ইতি টানা হবে এদিনের কর্মসূচির।

দ্বিতীয় দিন হুচরি প্ৰতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হবে। এরপর স্মরণিকা উন্মোচন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হচ্ছে।

শেষের দিন ড. লক্ষহীরা দাসকে সম্মানিত করা হবে ড. ভূপেন হাজরিকা পুরস্কার দিয়ে। দেওয়া হবে পাটমাদই প্ৰতি্যোগিতার পুরস্কার। তৃতীয় দিন যুব প্ৰজন্মের হার্টথ্ৰব জুবিন গার্গ পারফরম্যান্স করবেন।

এখানে উল্লেখ করা যেতে পারে অসমে বিহুরানি,বিহুবতী এবং বিহু সম্ৰাজ্ঞী খেতাব ধারীরা শুধু পাটমাদই প্ৰতি্যোগিতায় নাম লেখাতে পারবেন। এই প্ৰতিযোগিতায় বিজয়ীদের ২ লক্ষ টাকা ও মানপত্ৰ দিয়ে সম্মানিত করা হবে।