ডিএন বেজবরুয়ার সঙ্গে দেখা করলেন রাজ্য বিজেপি প্ৰধান
Sentinel Digital Desk
গুয়াহাটিঃ বিজেপির রাজ্যপ্ৰধান রঞ্জিৎকুমার দাস শুক্ৰবার বিশিষ্ট লেখক তথা দ্য সেন্টিনেল পত্ৰিকার প্ৰতিষ্ঠাতা সম্পাদক ধীরেন্দ্ৰনাথ বেজবরুয়ার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। কেন্দ্ৰ ও রাজ্য সরকারের সাফল্য সম্পর্কিত বেজবরুয়াকে অবগত করান তিনি।