সংবাদ শিরোনাম

দক্ষতা উন্নয়নে ৩ ও ৬ মাসের পাঠক্ৰম চালু করছে এএইচএসইসি

Sentinel Digital Desk

গুয়াহাটিঃঅসম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল(এএইচএসইসি)তাদের বৃত্তিমূলক শিক্ষা স্ট্ৰিমে নতুন কিছু ব্যবস্থা গ্ৰহণ করছে।কাউন্সিল তাদের ১০০টি নির্বাচিত শিক্ষা প্ৰতিষ্ঠানে দক্ষতা উন্নয়ন বিভাগে ৩,৬ মাসের পাঠক্ৰম চালু করছে।এব্যাপারে আর্ট অফ লিভিং-এর সঙ্গে মৌ স্বাক্ষর করেছে এএইচএসইসি।