গুয়াহাটিঃ নাগরিক বিল ইস্যুতে আসু ও অসম সাহিত্যসভা সহমত পোষণ করল বৃহস্পতিবার এক বৈঠকে। খিলঞ্জিয়ার স্বার্থে অসম চুক্তি লঙ্ঘন করে কোনও কাজই তারা মানবে না। বিদেশি সমস্যা অসম চুক্তি রূপায়ণের মাধ্যমে সমাধান করতে হবে। তারা সাফ বলেছে রাজ্যে সাম্প্ৰদায়িকতার কোনও স্থান নেই।