সংবাদ শিরোনাম

নাগরিক বিল প্ৰত্যাহারে সব সাংসদদের বোঝাবে সতীর্থ মঞ্চঃ মহন্ত

Sentinel Digital Desk

নাগরিক বিল প্ৰত্যাহারে কেন্দ্ৰের উপর চাপ দিতে অসম আন্দোলন সংগ্ৰামী সতীর্থ মঞ্চ বাইরের সংগঠনগুলির সমর্থন সংগ্ৰহের সিদ্ধান্ত নিয়েছে। বিলের বিপজ্জনক দিকটি সাংসদদের বোঝাবে তারা। ‘বাংলাদেশে হিন্দুদের সঙ্গে আমরা কথা বলেছি,তারা ভাল আছে বলে জানিয়েছে’-বলেন মঞ্চের নেতা প্ৰফুল্ল মহন্ত।