গোলাঘাটঃ অসম চা মজদুর সংঘের(এসিএমএস)কর্মী সংঘে গোলাঘাট কমিটি নাগরিক বিলের বিরুদ্ধে সোমবার জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায়। বিলের বিরোধিতায় তাঁরা ৩০ হাজার স্বাক্ষর সংবলিত একটি স্মারকপত্ৰ জেলাশাসককে দিয়েছে।