সংবাদ শিরোনাম

নাগরিকত্ব বিল পাসে কেন্দ্ৰের প্ৰস্তাবের বিরুদ্ধে ২৩ অক্টোবর জোর বিক্ষোভ দেখাবে অগপ

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ বিজেপি নেতৃত্বধীন অসম সরকারের শরিক দল অগপ নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬ পাসে কেন্দ্ৰীয় সরকারের প্ৰস্তাবের বিরুদ্ধে আগামি ২৩ অক্টোবর গুয়াহাটিতে জোরদার বিক্ষোভ প্ৰদর্শন করবে। সোমবার সন্ধ্যায় অগপ-র কর্মকর্তাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলের কর্মকর্তাদের ওই বৈঠকে পৌরোহিত্য করেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্ৰী তথা দল সভাপতি অতুল বরা।