গুয়াহাটিঃ বিজেপি নেতৃত্বধীন অসম সরকারের শরিক দল অগপ নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬ পাসে কেন্দ্ৰীয় সরকারের প্ৰস্তাবের বিরুদ্ধে আগামি ২৩ অক্টোবর গুয়াহাটিতে জোরদার বিক্ষোভ প্ৰদর্শন করবে। সোমবার সন্ধ্যায় অগপ-র কর্মকর্তাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলের কর্মকর্তাদের ওই বৈঠকে পৌরোহিত্য করেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্ৰী তথা দল সভাপতি অতুল বরা।