সংবাদ শিরোনাম

নাগরিকত্ব বিলের বিরুদ্ধে তুইপ্ৰা ছাত্ৰ ফেডারেশন সহ উত্তর পূর্বের সাত রাজ্যে জোরাল প্ৰতিবাদ

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬ সংসদে পাস করাতে কেন্দ্ৰের প্ৰয়াসের প্ৰতিবাদে উত্তর পূর্বাঞ্চলের ছটি রাজ্যের সঙ্গে শুক্ৰবার হাত মেলালো ত্ৰিপুরার তুইপ্ৰা ছাত্ৰ সংস্থা(টিএসএফ)। তুইপ্ৰার তরফ থেকে বলা হয়েছে,ত্ৰিপুরার স্থানীয় ভূমিপুত্ৰরা বর্তমানে দ্বিতীয় শ্ৰেণির নাগরিকে পরিণত হয়েছেন। ত্ৰিপুরার মোট জনসংখ্যা হ্ৰাস পেয়ে এখন ১০ লক্ষে দাঁড়িয়েছে।

শুক্ৰবার নর্থইস্ট স্টুডেণ্টস অর্গানাইজেশনের(নেসো)ব্যানারে বিতর্কিত বিলটি অবিলম্বে বাতিলের দাবিতে এই অঞ্চলের সব রাজ্যের রাজধানী শহর স্লোগানে কাঁপিয়ে তোলা হয়। ত্ৰিপুরার রাজধানী শহর আগরতলায় বিলের প্ৰতিবাদে টিএসএফ-এর উপদেষ্টা উপেন্দ্ৰ দেববর্মা বলেন,‘বিলটি পাস হওয়ার আগেই আমরা রাজ্যে দ্বিতীয় শ্ৰেণির নাগরিকে পরিণত হয়েছি। রাজ্যে মোট ৪০ লক্ষের মধ্যে আমাদের জনসংখ্যা বর্তমানে ১০ লক্ষ। যদি বিলটি পাস হয়ে যায় তাহলে আমাদের অস্তিত্ব সম্পূর্ণ হারিয়ে যাবে’।

এই অঞ্চলের সাত রাজ্যের ছাত্ৰ সংগঠনগুলি বলেছে,এ অঞ্চলের অন্য ছটি রাজ্য মেঘালয়ের পথ অনুসরণ করা উচিত। কারণ ওই রাজ্যের সরকার এই বিল সম্পর্কে রাজ্যের মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

নেসোর সভাপতি স্যামুয়েল জিউরা বলেছেন,‘উত্তর পূর্বের সব রাজ্য বিলটির বিরোধিতা করা সত্ত্বেও বিদেশিদের আশ্ৰয় দিতে বিলটি সংসদের শীত অধিবেশনে তোলার চেষ্টা করা যাচ্ছে’।

ওদিকে খাসি ছাত্ৰ ইউনিয়ন(কেএসইউ)এবং গারো ছাত্ৰ সংস্থা(জিএসইউ)শুক্ৰবার শিলঙে এক প্ৰতিবাদে সমাবেশে বিলটি সম্পর্কে জনগণের পক্ষ নেওয়ায় মেঘালয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। নাগাল্যান্ডের কোহিমায় এদিন অনুরূপ এক প্ৰতিবাদ সমাবেশে এনএসএফ সভাপতি ক্ৰিস্টোফার বলেন, ‘উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশিদের ডাম্পিং গ্ৰাউন্ড নয়। আমরা কোনওভাবেই এই বিল উত্থাপনের সু্যোগ কখনোই দেবো না’। মণিপুরের রাজধানী শহর ইম্ফলে আয়োজিত এদিনের প্ৰতিবাদ সমাবেশে নিখিল মণিপুরি ছাত্ৰ সংস্থা(এএমএসইউ)সভাপতি চরণথেন বলেন, ‘বিল সম্পর্কে মণিপুর সরকার স্থানীয় মানুষের পক্ষেই একটা অবস্থান গ্ৰহণ করবে’।

অরুণাচল প্ৰদেশের রাজধানী ইটানগরের প্ৰতিবাদ সমাবেশে সারা অরুণাচল প্ৰদেশ ছাত্ৰ সংস্থার সভাপতি হাওয়া বাগান বলেন, ‘আমরা এই বিল মেনে নেবো না। সব বাংলাদেশি ও চাকমদের অরুণাচল প্ৰদেশ ছাড়তেই হবে’।

ওদিকে মিজোরামের রাজধানী আইজলে মিজো জিলাই পল-এর সভাপতি এল রামদোলেয়াসা রেনখোল বলেন ‘উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যকে প্ৰতিবাদ চালিয়ে যেতে হবে এই বিলের বিরুদ্ধে।