সংবাদ শিরোনাম

নিম্ন ও মধ্য অসমে ভোটার সংখ্যা বেড়েছে,কমেছে উজানে

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ নিম্ন ও মধ্য অসমের বিভিন্ন বিধানসভা কেন্দ্ৰে ভোটারের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার ঘটনা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে উজান অসমের বিভিন্ন বিধানসভা কেন্দ্ৰে হ্ৰাস পেয়েছে ভোটারের সংখ্যা। ২০১৯-এর সচিত্ৰ ভোটার তালিকার খসড়া গত ১৫ সেপ্টেম্বর প্ৰকাশিত হওয়ার প্ৰেক্ষিতে এই গোলোযোগ প্ৰকাশ্যে এসেছে।

সাম্প্ৰতিক ইলেক্ট্ৰোরাল ডাটায় দেখা গেছে,মানকাচরে সর্বোচ্চ সংখ্যক ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২০১৮-র ভোটার তালিকার তুলনায় এখানে ভোটার বেড়েছে ২৮৮৩ জন। ২০১৯-এর সচিত্ৰ ভোটার তালিকায় খসড়ায় এই কেন্দ্ৰে মোট ভোটার ২০৫,২৮৩ জন। অনুরূপভাবে পশ্চিম গোয়ালপাড়ায় বৃদ্ধির সংখ্যা ১৮৮৩ জন। এই কেন্দ্ৰে মোট ভোট ১,৫৮,১১৪ জন। দক্ষিণ শালমারা,গোয়ালপাড়া পূর্বেও ভোটার বেড়েছে। অন্যদিকে উজান অসমের যোরহাটে ভোটার হ্ৰাস পেয়েছে ১৫৭ জন। এই কেন্দ্ৰে ভোটার রয়েছেন ১৭১,৩৭২ জন। টিয়ক কেন্দ্ৰে কমেছে ৩২২ জন। এই কেন্দ্ৰে মোট ভোটার ১২,৩৪,৬৬০ জন। মাহমরা কেন্দ্ৰে রয়েছে ২১৮ জন। এই কেন্দ্ৰে মোট ভোটার ১,২৪,৯৬২ জন। সোনারিতে কমেছে ১ জন। সোনারির মোট ভোটার ১,৫৯,৫৫৭ জন। চূড়ান্ত সচিত্ৰ ভোটার তালিকা প্ৰকাশিত হবে ২০১৯-এর ৪ জানুয়ারি।