সংবাদ শিরোনাম

নিরাপত্তার স্বার্থে অসম-ভুটান সীমান্ত সিল করা হলো

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ রাজ্যে তৃতীয় দফা নির্বাচনের সময় সীমান্তে গণ্ডগোলের আশঙ্কায় এসএসবি,বিটিএডি সেক্টরে ভুটান-ভারত সীমান্ত সিল করে দিয়েছে। বিটিএডি-র সঙ্গে ভুটানের দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে। ওই সীমান্ত এলাকায় থাকা কোকরাঝাড়ে লোকসভা আসনের নির্বাচন হচ্ছে আজ(মঙ্গলবার)। এনডিএফবি জঙ্গি সংগঠনের একটা গোষ্ঠী এখনও সক্ৰিয় থাকায় রাজ্যে অবাধ ও মুক্ত নির্বাচন সুনিশ্চিত করার লক্ষ্যে এধরনের ব্যবস্থা গ্ৰহণ করতে হয়েছে।

কোকরাঝাড় লোকসভা কেন্দ্ৰে বেশকটি অত্যন্ত স্পর্শকাতর ভোটকেন্দ্ৰ রয়েছে। ওই সব স্পর্শকাতর ভোটগ্ৰহণ কেন্দ্ৰে সশস্ত্ৰ বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্ৰের অন্যান্য ভোট কেন্দ্ৰের পাহারায় রয়েছে রাজ্য পুলিশ। পশ্চিমবঙ্গের সঙ্গেও জেলার সীমান্ত এলাকা জুড়ে আছে। তাই আন্তঃরাজ্য সীমান্তের উভয় দিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে।