নয়াদিল্লিঃ বিশ্বের বাজারে অশোধিত তেলের মূল্য চড়ে যাওয়ায় এবং টাকার মূল্য অধঃগামী হওয়ায় দিল্লিতে রবিবার প্ৰতিলিটার পেট্ৰোলের মূল্য দাঁড়ায় ৮০.৫০ টাকা। রবিবার দিল্লিতে প্ৰতি লিটার ডিজেলের মূল্যও ১০ পয়সা বৃদ্ধি পায়। এরফলে রাজধানী শহরে এদিন প্ৰতিলিটার ডিজেল বিকোয় ৭২.৬১ টাকা।