সংবাদ শিরোনাম

প্ৰধানমন্ত্ৰীর স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ২.৫১ কোটি টাকা

Sentinel Digital Desk

বারাণসীঃ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি শুক্ৰবার বারাণসীতে তাঁর মনোনয়নপত্ৰ দাখিল করেছেন। মনোনয়নপত্ৰ দাখিলের সময় হলফনামায় স্থাবর ও অস্থাবর মিলিয়ে প্ৰধানমন্ত্ৰী তাঁর সম্পত্তির পরিমাণ দেখিয়েছেন ২.৫১ কোটি টাকা।

প্ৰধানমন্ত্ৰীর দাখিল করা হলফনামা অনু্যায়ী ২.৫১ কোটি টাকার মধ্যে স্থাবর সম্পত্তি হচ্ছে ২.৪১ কোটি এবং অস্থাবর সম্পত্তির পরিমাণ ১.১ কোটি টাকা।

২০১৯-এর ৩১ মার্চ পর্যন্ত মোদির হাতে থাকা নগদের পরিমাণ ৩৮,৭৫০ টাকা।

গত পাঁচটি আর্থিক বছরে মোদি তাঁর আর্থিক আয়ের পরিমাণও ঘোষণা করেছেন। ঘোষণা অনু্যায়ী ২০১৮ সালে আয়ের পরিমাণ ১৯.৯২ লাখ টাকা। ২০১৭-তে ১৪.৫১ লাখ,২০১৬-তে ১৯.২৩ লাখ,২০১৫-তে ৮.৫৮ লাখ এবং ৯.৬৯ লাখ ২০১৪ সালে।

প্ৰার্থমিক সূত্ৰে জানা গেছে মোদির আয়ের উৎস সরকার থেকে পাওয়া বেতন এবং ব্যাঙ্কের সুদ। হলফনামা অনু্যায়ী,মোদির বিরুদ্ধে কোনও ফৌজদারি অভিযোগ নেই।