সংবাদ শিরোনাম

প্ৰবাসী ভারতীয়রা আর্জেন্টিনা ও ভারতের মধ্যে সেতুবন্ধনের কাজ করতে পারেনঃ মোদি

Sentinel Digital Desk

বুয়েনস এয়ারসঃ আর্জেন্টিনায় বসবাসরত প্ৰবাসী ভারতীয়রা দুদেশের মধ্যে সেতুবন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্ৰবার আর্জেন্টিনায় পৌঁছনোর পর প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি প্ৰবাসী ভারতীয়দের প্ৰতি ওই আহ্বান জানান। ‘ভারত ও আর্জেন্টিনার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে প্ৰবাসী ভারতীয়রা সেতুবন্ধনের ভূমিকা নিয়ে এই সম্পর্ককে এক নতুন মাত্ৰায় পৌঁছে দিতে পারেন’-বলেন মোদি। শুক্ৰবার এক সরকারি বিবৃতিতে কথাগুলি জানানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ‘শান্তির জন্য যোগ’ শীর্ষক এক অনুষ্ঠানে মোদি এই মন্তব্য করেন। প্ৰধানমন্ত্ৰী বলেন,দুদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সীমাহীন সম্ভাবনা ও সু্যোগ রয়েছে। ‘ব্যবসা,ফার্মা,তেল,গ্যাস,তথ্য প্ৰযুক্তি এবং মহাকাশ’ ইত্যাদি ক্ষেত্ৰে উভয় দেশ যথেষ্ট উপকৃত হতে পারে।

‘তাছাড়া জল,ভূমি এবং মহাকাশ ইত্যাদি ক্ষেত্ৰে উভয় দেশ সহযোগিতার ভিত্তিতে কাজ করলে একটা সোনালি ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে-মনে করেন মোদি। এখানে আপনারা যারা রয়েছেন তাঁরা সবাই ভারতের বার্তাবাহক। আপনাদের অবদান একটা সেতুস্বরূপ,যা উভয় দেশকে সংযুক্ত করছে’-বলেন মোদি। প্ৰধানমন্ত্ৰী এই ইভেন্টে আরও বলেন,যোগাভ্যাস উভয়দেশের সম্পর্ক আরও বাড়াতে অনায়াসে সাহা্য্য করতে পারে। ‘যোগার অর্থই হচ্ছে একসুতোয় বাঁধা। যোগা সুস্বাস্থ্য ও সুখী জীবন যাপনে মানুষকে সংযুক্ত করতে সাহায্য করে।