সংবাদ শিরোনাম

প্ৰাক্তন বিচারপতি এস এন ফুকন চলে গেলেন

Sentinel Digital Desk

যোরহাটঃ সুপ্ৰিমকোর্টের প্ৰাক্তন বিচারপতি,হিমাচল প্ৰদেশ ও ওড়িশা হাইকোর্টের মুখ্যবিচারপতি এবং অসম মানবাধিকার কমিশনের প্ৰাক্তন চেয়ারম্যান শৈলেন্দু নাথ ফুকন রবিবার সকাল ৫-৪৫ মিনিট নাগাদ যোরহাটের একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ে এবং অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন মৃত্যুর সময়কালে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। বিচারপতি ফুকন হেলপ লাইন সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত।

এলএলবি ডিগ্ৰি অর্জন করার পর ফুকন প্ৰথম যোরহাট জেলা আদালতে যোগ দেন এবং এরপর ১৯৬২ সালে গৌহাটি হাইকোর্টে প্ৰ্যাকটিস শুরু করেন। ১৯৬৩ সালে অসম জুডিশিয়াল সার্ভিস ক্লিয়ার করেন তিনি। ১৯৭০ সালে ডেপুটেশনে তিনি মেঘালয় সরকারে যোগ দেন এবং ল সেক্ৰেটারি হন। তিনি একটি কলেজে পার্ট টাইম লেকচারার হিসেবেও কাজ করেছেন এবং রাজ্যের বিভিন্ন কর্পোরেশনের আইনি উপদেষ্টাও ছিলেন। ১৯৮৫ সালে তিনি গৌহাটি হাইকোর্টের স্থায়ী বিচারপতি পদে উন্নীত হয়েছিলেন। আজ যোরহাটের তরাজান শ্মশানে তাঁর অন্ত্যেষ্টি সম্পন্ন করা হবে।