সংবাদ শিরোনাম

বগিবিল সেতুর উদ্বোধন এ বছরেই, বললেন মুখ্যমন্ত্ৰী সোনোয়াল

Sentinel Digital Desk

ডিব্ৰুগড়ঃ ডিব্ৰুগড়ে ব্ৰহ্মপুত্ৰের উপর নির্মীয়মাণ বগিবিল সেতু এবছরই জনগণের সেবায় খুলে দেওয়া হবে। মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনায়াল এই আস্থা ব্যক্ত করেছেন। রবিবার ডিব্ৰুগড় রেলওয়ে অতিথিশালায় এক বৈঠকে সেতুর নির্মাণ কাজের অগ্ৰগতি খতিয়ে দেখেন তিনি।

নির্মাণ কাজের খোঁজ নিয়ে মুখ্যমন্ত্ৰী এন এফ রেলের জেনারেল ম্যানেজার, জাতীয় সড়ক উন্নয়ন কর্তৃপক্ষ (এন এইচ এ আই) এবং অন্যান্য সংশ্লিষ্ট এজেন্সিগুলিকে ৩৭নং জাতীয় সড়কে নির্মীয়মাণ বগিবিল সেতু সংযোগী সড়ক উড়াল সেতুর কাজ এ বছর ৩০ নভেম্বরের মধ্যে শেষ করার আহ্বান জানান। সময়ের মধ্যে উড়াল সেতুর নির্মাণ সারতে প্ৰয়োজনীয় প্ৰযুক্তি ও জনশক্তিকে কাজে লাগাতে রেলকে অনুরোধ করেছেন তিনি।

সোনায়াল উল্লেখ করেন, দেশের দীর্ঘতম এই রেল-কাম সড়ক সেতুটি এই এলাকার অর্থনৈতিকে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। যোগাযোগ ব্যবস্থা চাঙ্গা করার পাশাপাশি অরুণাচল প্ৰদেশের মানুষের সঙ্গে যোগসূত্ৰ স্থাপন করবে। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি সেতুটি উদ্বোধন করবেন-জানান সোনোয়াল।