সংবাদ শিরোনাম

বরাকের কয়লা কেলেংকারির তদন্তের দায়িত্ব সিবিআইকে দিচ্ছে দিশপুর

Sentinel Digital Desk

বরাক উপত্যকায় কয়লা কেলেংকারির তদন্ত ভার কেন্দ্ৰীয় তদন্ত ব্যুরোর(সিবিআই)হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিশপুর।মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল রবিবার কেলেংকারির তদন্তের ভার সিবিআই-র হাতে সঁপে দেওয়ার জন্য প্ৰয়োজনীয় পদক্ষেপ নিতে মুখ্যসচিব ও গৃহ বিভাগের কর্তাদের নির্দেশ দিয়েছেন।কয়লা সিন্ডিকেট রাজ রাজ্যে সক্ৰিয় নয় বলে দিশপুর বার বার দাবি করা সত্ত্বেও কয়লা চোরাচালানকারী আব্দুল আহাদকে গ্ৰেপ্তার ও তার ডায়েরি বাজেয়াপ্ত করার পর রাজ্যে কয়লা সিন্ডিকেটের মুখোশ খুলে গেছে।আহাদের বিরুদ্ধে বেশকটি ফৌজদার মামলা ঝুলছে।