সংবাদ শিরোনাম

বাড়তি জল ছাড়ায় নিপকোর বিরুদ্ধে এফআইআর বিধায়ক মৃণাল শইকিয়ার

Sentinel Digital Desk

গোলাঘাটঃ খুমটাই বিধানসভা কেন্দ্ৰের বিধায়ক মৃণাল শইকিয়া দয়াং জলবিদ্যুৎ প্ৰকল্প থেকে বাড়তি জল ছাড়ায় শুক্ৰবার নিপকোর বিরুদ্ধে গোলাঘাট থানায় একটি এফআইআর দাখিল করেছেন। দয়াং জলবিদ্যুৎ প্ৰকল্পটি রয়েছে নাগাল্যান্ডের ওয়াখা জেলায়। প্ৰশাসনকে প্ৰতিরোধমূলক ব্যবস্থা গ্ৰহণে পর্যাপ্ত সময় না দিয়ে নিপকো ওই প্ৰকল্প থেকে বাড়তি জল ছাড়ে। এরই পরিস্থিতিতে ধনশিরি,দয়াং নদীর জল কূল ছাপিয়ে সরুপথার,মেরাপানি,মরাঙ্গি,খুমটাই,রাজস্ব সার্কলের বহুগ্ৰাম ভাসিয়ে দেয়।

নিপকো কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দাখিল করে শইকিয়া বানভাসিদের জন্য ক্ষতিপূরণের দাবি করেন। তিনি বলেন,চারটি রেডিয়েল গেট থেকে নিপকো জল ছাড়ায় ধনশিরি,দয়াঙের জলস্তর বিপদ সীমার ৩ মিটার ওপর দিয়ে বইতে শুরু করেছে।নুমলিগড়ের কমারগাঁওয়ে একটি পাকা সেতুর একাংশ ভেসে গেছে জলের তোড়ে। নিপকোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি গোলাঘাটের পুলিশ সুপারকে আর্জি জানিয়েছেন।