সংবাদ শিরোনাম

বিজেপি-র বিভাজন নীতিতে দেশে গৃহযুদ্ধ বাধবে,কেন্দ্ৰকে হুঁশিয়ারি মমতার

Sentinel Digital Desk

নয়াদিল্লিঃ অসমে প্ৰকাশিত জাতীয় নাগরিক পঞ্জির(এনআরসি)সম্পূর্ণ খসড়া নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি কেন্দ্ৰের মোদি সরকারকে আক্ৰমণ করেন। মঙ্গলবার দিল্লিতে ক্যাথলিক বিশপস সম্মেলনে এনআরসি ইস্যু নিয়ে কেন্দ্ৰকে সরাসরি বিঁধেন মমতা। এনআরসির খসড়া থেকে লক্ষ লক্ষ লোকের নাম বাদ পড়ার কথা উল্লেখ করে মমতা বলেন,ভোটে জিততে লক্ষ লক্ষ লোককে বলির পাঁঠা করা হচ্ছে।

বিভাজনের রাজনীতি করছে বিজেপি। এরফলে দেশে গৃহযুদ্ধ বাধবে,ঝরবে রক্ত-সতর্ক করে দেন মমতা। তিনি অভিযোগ করেন,মোদি সরকার বিচার বিভাগের কাজেও হস্তক্ষেপ করছে। তাঁর আরও অভিযোগ,অসমে বৈধ নথিপত্ৰ থাকা বহু লোকের নাম খসড়ায় ওঠেনি। রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এমন কাজ করা হয়েছে-যার বিরোধিতা তিনি করে যাবেন।