গুয়াহাটিঃ ক্ষমতায় এলে বিজেপি নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব)ফের সংসদে পাস করার যে প্ৰতিশ্ৰুতি তাদের নির্বাচনি ইস্তাহারে দিয়েছে,তা নিয়ে অসমের নির্বাচনি রাজনীতিতে বিভিন্ন প্ৰশ্ন চাড়া দিতে শুরু করেছে। বিজেপি-র শরিক দল অগপ এই ইস্যু নিয়ে বর্তমানে উভয়সঙ্কটে। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি সোমবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে বরিষ্ঠ দলীয় নেতাদের সঙ্গে নিয়ে লোকসভা নির্বাচনের জন্য দলের ইস্তাহারটি প্ৰকাশ করেন। ওই ইস্তাহারে স্পষ্ট বলা হয়েছে,কেন্দ্ৰে ফের ক্ষমতায় এলে তারা ক্যাব সংসদে উত্থাপন করবে। তাই বিজেপি যদি ফের কেন্দ্ৰের ক্ষমতায় আসে এবং সংসদে ক্যাব উত্থাপন করে তাহলে অসম গণ পরিষদ(অগপ)দল কী অবস্থান নেবে সেটা এখন একটা বড় প্ৰশ্ন হয়ে দাঁড়িয়েছে। এধরনের পরিস্থিতিতে আঞ্চলিক দলটি কি ফের বিজেপি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে? ক্যাব নিয়ে ইতিপূর্বে রাজ্য ও গোটা উত্তর পূর্বাঞ্চলে আন্দোলন চলাকালে এবং কেন্দ্ৰ বিলটি রাজ্যসভায় পাস করানোর চেষ্টা করলে অগপ ওই বিতর্কিত বিলের বিরোধিতা করে শাসকদলের সঙ্গে থাকা জোট ভেঙে বেরিয়ে এসেছিল।
দিশপুর সরকার ওই বিলটি সংসদে উত্থাপনে বাধা দিতে কোনই পদক্ষেপ নেয়নি। ওই সময় বিল বিরোধিতায় শাসক গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নিয়ে আসু,নেসো সহ রাজ্যের মানুষ অগপকে সমর্থন জানিয়েছিলেন। বিল বিরোধিতায় আসু ও নেসো সহ বিভিন্ন দল,সংগঠনের সমর্থনও কুড়িয়ে নিতে সফল হয়েছিল অগপ।
কেন্দ্ৰীয় সরকার অবশেষে রাজ্যসভায় বিলটি উত্থাপন না করায় অগপ ফের রাজ্যে বিজেপি জোট সরকারে ফিরে আসে। কিন্তু এখন প্ৰশ্ন হচ্ছে বিজেপি যদি কেন্দ্ৰের ক্ষমতায় ফিরে আসে এবং ক্যাব পাস করানোর চেষ্টা করে তাহলে অগপ কি অবস্থান নেবে। তারা কি ফের জোট থেকে বেরিয়ে আসবে। তাছাড়া ক্যাবের বিরুদ্ধে আন্দোলনে অগপ এর আগে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে যে বিপুল সমর্থন পেয়েছিল এখন ফের ক্যাব সংসদে আনা হলে পূর্বের মতো সমর্থন কুড়োতে অগপ সফল হবে কি? এমন সব প্ৰশ্ন এখন ঘুরপাক খাচ্ছে।
বাস্তব সত্য এটাই সে বিজেপি নির্বাচনি ইস্তাহার প্ৰকাশ করার সঙ্গে সঙ্গেই উত্তর পূর্বাঞ্চলের বেশকটি স্থানীয় সংগঠন ক্যাবের বিরুদ্ধে ইতিমধ্যেই আওয়াজ তুলতে শুরু করে দিয়েছে। ক্যাব ফের উত্থাপন সম্পর্কে বিজেপির এই ঘোষণা কংগ্ৰেসের হাত শক্ত করবে বলে আঁচ করা হচ্ছে। কংগ্ৰেস এখন ক্যাবকেই তাদের হাতিয়ার করার সু্যোগ পেয়ে গেল। তবে ক্যাব নিয়ে এই ঘোষণায় অসম এবং উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যে নির্বাচনি হাওয়া বিজেপির বিরুদ্ধে যাবে কিনা তা আগ বাড়িয়ে বলা যাবে না।