সংবাদ শিরোনাম

বিদেশি ইস্যুঃ অসম চুক্তির শর্ত থেকে একচুলও সরবে না আসু

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)অসমে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি ইস্যুতে অসম চুক্তির শর্ত থেকে সরে আসার কথা সরাসরি খারিজ করে দিয়েছে। রাজ্যের প্ৰধান ছাত্ৰ সংগঠনটি ফের সাফ জানিয়েছে,এই ইস্যুতে চুক্তির শর্ত থেকে তারা একচুলও সরে আসবে না। আসুর সভাপতি দীপাঙ্ক কুমার নাথ বলেন,ভারতে বসবাসকারী বিদেশিদের ঠাঁই দিতে ২০১৫ থেকে আইন এবং নিয়ম নীতি পাল্টানোর প্ৰবণতা লক্ষ্য করা গেছে। ‘এখন বাংলাদেশ থেকে ভারতে আসা লোকেদের দীর্ঘ মেয়াদি ভিসা ইস্যু করার কথা উঠেছে। অন্য একটা মহল ভারতে বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট দিতে চাইছে’। নাগরিক বিল সংশোধন ও এজাতীয় পরিবর্তনের মাধ্যমে অসমে হিন্দু বাংলাদেশিদের আশ্ৰয় দিতে চাওয়া হচ্ছে। আসু এগুলো মানবে না-বলেন নাথ।