সংবাদ শিরোনাম

বিদেশি ঘোষিত খাইরুলের সার্ভিস রিপোর্ট চাইলেন মরিগাঁওয়ের জেলাশাসক

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ মরিগাঁওয়ের জেলাশাসক গ্ৰেপ্তার হওয়া ঘোষিত বিদেশি নাগরিক খাইরুল ইসলামের সার্ভিস রিপোর্টের বিস্তারিত তথ্য দাখিল করতে জেলা প্ৰাথমিক শিক্ষা কর্তাকে(ডিইইউ)নির্দেশ দিয়েছেন। মিকিরগাঁও সেবাকেন্দ্ৰে এনআরসি নবায়নের কাজে নিযুক্ত ছিলেন খাইরুল ইসলাম। ১৯৯৭ সাল থেকে মরিগাওয়ের খান্দপুখুরি এলপি স্কুলে সহকারী শিক্ষক হিসেবে কাজ করছিলেন খাইরুল। বিদেশি ট্ৰাইবুনালের রিপোর্ট খাইরুলকে বিদেশি ঘোষণা করে। বুধবার রাতে মরিগাঁও পুলিশ মৈরাবারি গ্ৰাম থেকে খাইরুলকে গ্ৰেপ্তার করার পর তাকে তেজপুর ডিটেনশন ক্যাম্পে পাঠিয়া দেওয়া হয়।

মরিগাঁওয়ের জেলাশাসক হেমেন দাস সেন্টিনেলকে বলেন,খাইরুলের সার্ভিস রিপোর্ট পেশ করতে ডিইইউকে বলা হয়েছে। চাকরিতে থাকাকালে ইসলামের নাগরিকত্ব নিয়ে বিদেশি ট্ৰাইবুনালের রিপোর্টটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখেছিল কি না জেলাপ্ৰশাসন তাও জানতে চেয়েছে। মরিগাঁও বিদেশি ট্ৰাইবুনাল খাইরুলকে বিদেশি ঘোষণা করায় এবং এব্যাপারে প্ৰচার মাধ্যমে খবর প্ৰকাশিত হওয়ার পর জেলা প্ৰশাসন তাকে এনআরসি-র কাজ থেকে অপসারণ করে। ২০১৫ সালেই মরিগাঁও বিদেশি ট্ৰাইবুনাল খাইরুলকে বাংলাদেশি নাগরিক বলে ঘোষণা করেছিল। এরপর চলতি বছরের ১৩ জুন গৌহাটি হাইকোর্টও খাইরুল ও তার মা,দুই ভাই ও এক বোনকে বিদেশি ঘোষণা করে।