সংবাদ শিরোনাম

বিধানসভার উপাধ্যক্ষ পদে মনোনয়ন দাখিল করলেন কৃপানাথ মালা

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ রাতাবাড়ি কেন্দ্ৰের বিজেপি বিধায়ক কৃপানাথ মালা মঙ্গলবার অসম বিধানসভার উপাধ্যক্ষ পদের একজন প্ৰতিদ্বন্দ্বী হিসেবে তাঁর মনোনয়নপত্ৰ দাখিল করেছেন। উপাধ্যক্ষ পদে মালাই একমাত্ৰ প্ৰার্থী। উপাধ্যক্ষ পদের জন্য মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল মঙ্গলবার। তবে এই পদে তিনি বিনা প্ৰতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। বিজেপি বিধায়ক দিলীপ পাল উপাধ্যক্ষ পদে ইস্তফা দেওয়ার পর থেকেই বিধানসভার এই পদটি খালি অবস্থায় ছিল।