সংবাদ শিরোনাম

বিশ্বের সেরা পারিশ্ৰমিক প্ৰাপ্ত অভিনেতার তালিকায় অক্ষয় কুমার এবং সলমন

Sentinel Digital Desk

বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার এবং সলমন খান ২০১৮ সালে বিশ্বের সর্বোচ্চ পারিশ্ৰমিক প্ৰাপ্ত তারকাদের মধ্যে অন্যতম। ফর্বস ম্যাগাজিনের এক সমীক্ষায় এই তথ্য প্ৰকাশ করা হয়েছে। হলিউড তারকা জর্জ ক্লুনেকে রয়েছেন শীর্ষে। অক্ষয় সাম্প্ৰতিক ছবি ‘টয়লেট’,’এক প্ৰেম কথা’ এবং ’পদ মন’ ছবিতে সমাজ সচেতকের ভূমিকা পালন করে সপ্তম স্থান পেয়েছেন। ২০১৭-র ১ জুন থেকে ২০১৮-র ১ জুনের মধ্যে তাঁর উপার্জনের অঙ্ক ৪০.৫ মিলিয়ন। টাটা এবং এভারেডি সহ ২০টি ব্ৰ্যান্ড থেকেও অর্থ আসছে অক্ষয়ের-বলেছে ফর্বস। সলমন ভারতের আরও একজন শীর্ষ সারির উপার্জক। তার আয়ের অঙ্ক ৩৮.৫ মিলিয়ন। তাঁর হিট ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’। সুজুকি মোটর সাইকেল,ক্লোরমিন্ট গাম’ ইত্যাদি থেকে কামাচ্ছেন সলমন। ৫৭ বছর বয়সী হলিউড তারকা ক্লুনের ২৩৯ মিলিয়ন আয়ের দৌলতে রয়েছেন শীর্ষ স্থানে।