সংবাদ শিরোনাম

ব্ৰহ্মপুত্ৰে ফেরি দুর্ঘটনা,চার আইডব্লিউটিডি কর্মকর্তা সাসপেন্ড

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ উত্তর গুয়াহাটিতে অশ্বক্লান্ত মন্দিরের কাছে বুধবারের ফেরি দুর্ঘটনার প্ৰেক্ষিতে পরিবহণ মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি অভ্যন্তরীণ জল পরিবহণ বিভাগের(আইডব্লিউটিডি) চার কর্মকর্তাকে সাসপেন্ড করেছেন। সাসপেন্ড হওয়া এই চারজন হলেন বিক্ৰমাদিত্য চৌধুরী(এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার),পূর্ণানন্দ দাস(গুয়াহাটি ফেরিঘাট ইনচার্জ)এবং দুজন সেকশন অফিসার ধর্মেশ্বর বৈশ্য ও জগদীশ দাস। যান্ত্ৰিক নৌকোটি গত বুধবার ব্ৰহ্মপুত্ৰে ডুবে যাওয়ায় দুজনের মৃত্যু হয় এবং নিখোঁজ হন দুজন। অভিশপ্ত নৌকোয় প্ৰকৃতপক্ষে কতজন আরোহী ছিলেন তা নিয়ে বিভ্ৰান্তি এখনও কাটেনি। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সরকারি বিবৃতিতে মন্ত্ৰীর উদ্ধৃতি দিয়ে বলা হয় উত্তর গুয়াহাটি ও গুয়াহাটির মধ্যে ব্ৰহ্মপুত্ৰে যান্ত্ৰিক নৌকোর(ভুটভুটি)চলাচল বুধবার থেকেই বাতিল করে দেওয়া হয়েছে। পুরো বর্ষার মরশুমে বলবত থাকবে এই নির্দেশ। পাটোয়ারি আরও বলেন,উত্তর গুয়াহাটির বাসিন্দাদের প্ৰয়োজনের প্ৰতি নজর রেখে উত্তর গুয়াহাটি-গুয়াহাটি রুটে অতিরিক্ত দশটি এএসটিসি বাস ইতিমধ্যেই চালু করা হয়েছে। ‘জনগণের সুবিধার্থে উত্তর গুয়াহাটি ও গুয়াহাটির মধ্যে তিনটি নতুন ফেরি সেবা এমাসেই চালু করা হবে’-বলেন পাটোয়ারি।

ওদিকে অভ্যন্তরীণ জল পরিবহণের কর্মকর্তারা বলেছেন দুর্ঘটনার দিন ভুটভুটিতে ২৪ জন যাত্ৰী এবং সাতটি বাইক ও দুটি সাইকেল তোলা হয়েছিল। কিছু প্ৰত্যক্ষদর্শী ও দুর্ঘটনার মুখ থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা বলেছেন যান্ত্ৰিক নৌকোয় আরও বেশি লোক ছিল। আইডব্লিউটিডি-র একটি সূত্ৰ বলেছে,‘আমরা দুটি মৃতদেহ উদ্ধার করেছি এবং দুজন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। মোট ২০ জনকে উদ্ধার করা গেছে।