সংবাদ শিরোনাম

ভিসা নীতি সহজ করার বিরোধী অগপ,বললেন অতুল বরা

Sentinel Digital Desk

ভারতে আসা বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার ব্যবস্থা সহজ ও দীর্ঘ মেয়াদি করতে মোদি সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেছে রাজ্যের বিজেপি শাসক দলের শরিক অগপ। রাজ্যের মন্ত্ৰী তথা অগপ সভাপতি অতুল বরা সাংবাদিকদের বলেন,ভিসা ব্যবস্থা সহজ ও দীর্ঘ মেয়াদি করা হলে ব্যাপক সংখ্যক বাংলাদেশি নাগরিকের বৈধ ও অবৈধভাবে অসমে ঢোকার পথ খুলে যাবে এবং সারা জীবন তারা এরাজ্যেই ঘাঁটি গেড়ে বসবে। তিনি বলেন,অসম ইতিমধ্যেই লক্ষাধিক অবৈধ বাংলাদেশির বোঝা বহন করছে। বাড়তি বোঝা অসমের পক্ষে টানা আর সম্ভব নয়। অগপ নাগরিকত্ব বিলের জোর বিরোধিতা করে আসছে,বিলে হিন্দু বাংলাদেশিদের আশ্ৰয় দিতে চাওয়ায়। দল নতুন ভিসা নীতি সমর্থন করবে না।