সংবাদ শিরোনাম

মহিলারা আর্থিক ক্ষেত্ৰে সবল না হলে গ্ৰামের উন্নতি সম্ভব নয়ঃ রঞ্জিৎ দত্ত

Sentinel Digital Desk

লখিমপুরঃ গ্ৰামাঞ্চলের সার্বিক উন্নয়ন কখনোই সম্ভব নয়,যদি না গ্ৰামের মহিলাদের আর্থিক ক্ষমতা সুনিশ্চিত করা যায়। আর সেজন্যই বিভিন্ন উৎপাদনমুখী কাজে মহিলাদের জড়াতে অসম সরকার বিভিন্ন স্কিম ও পরিকল্পনা হাতে নিয়েছে। মহিলারা যাতে নিজস্বভাবে রোজগার করে গ্ৰামাঞ্চলের অর্থনীতিতে গতি আনতে পারেন সেই উদ্দেশ্যেই সরকার বিভিন্ন প্ৰকল্প রূপায়ণ করছে।

‘গ্ৰামের উন্নতির স্বার্থে আমি প্ৰত্যেক মহিলাকে এই সব স্কিমের ফায়দা তোলার জন্য আহ্বান জানাচ্ছি’। তেলাহি ব্লকে এক সচেতনতা অনুষ্ঠানে মুখ্য অতিথির ভাষণে বৃহস্পতিবার একথা বলেন,রাজ্যের হস্ততাঁত,বস্ত্ৰ,রেশম ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্ৰী রঞ্জিৎ দত্ত।